Sunday, December 13, 2020

লালমনিরহাট হাতিবান্ধা থানায় ১০ কেজি গাজা উদ্ধার ও একজন আসামী গ্রেফতার

 

ডিবি লালমনিরহাট এর অভিযানে হাতীবান্ধা থানাধীন পুর্ব ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন পাটগ্রাম হইতে লালমনিরহাটগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্ব হইতে ১। মোঃ মোক্তার হোসেন (৩৮),  পিতা-মৃত শহর উদ্দিন, সাং- বড় খাতা দোলাপাড়া ৭ নম্বর ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা লালমনিরহাটকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় এবং পলাতক আসামি মোঃ পারভেজ (৩৫),  পিতা-মোহাম্মদ মন্টু মিয়া, গ্রাম-মাটিরঢালি (হাজী পাড়া), থানা-বগুড়া সদর, জেলা বগুড়া, এ/পি শ্বশুড় মোঃ আমিনুর রহমান (৪৮), পিতা-ছফর উদ্দিন, সাং দোলাপাড়া ৭নং ওয়ার্ড, থানা হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট এর ফেলিয়া যাওয়া ৫ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে হাতীবান্ধা থানার মামলা নম্বর-৭, তাং ১৩/১২/২০২০, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক)/৪১ রুজু করা হয়েছে। উদ্ধারকারী এসআই মোঃ আব্দুস সবুর মিয়া, এসআই আনোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স।

No comments:

Post a Comment

ভিডিও

 <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Fw08S3mtIwQ" frameborder="0"...