Sunday, December 13, 2020

লালমনিরহাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক আটক

 

ডিবি লালমনিরহাট এর অভিযানে ইং ১১/১২/২০২০ তারিখ লালমনিরহাট সদর থানাধীন লালমনিরহাট পুলিশ লাইন্স সংলগ্ন লালমনিরহাট পৌরসভা ৩নং ওয়ার্ডের খোর্দ সাপটানা মৌজাস্থ লালমনিরহাট বাস স্ট্যান্ডের সামন থেকে অভিনব কায়দায় চাল,  মুলা ও বেগুন এর বস্তায় লুকানো ১০০ (একশত) বোতল ফেনসিডিলসহ মোঃ সাইদুল ইসলাম (৪২), পিতা-মৃত আকবর আলী, সাং-গোড়ল (মিস্ত্রি পাড়া), ৯নং ওয়ার্ড, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাটকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট  থানার মামলা নং-৪২, তারিখ-১২/১২/২০২০, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৩(গ)/৪১ রুজু করা হয়েছে। উদ্ধারকারী-এসআই সুমন চন্দ্র পাল সহ সঙ্গীয় অফিসার ফোর্স।

No comments:

Post a Comment

ভিডিও

 <iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Fw08S3mtIwQ" frameborder="0"...